Auto Ads 1

ঝিনাইদহ জেলার সকল তথ্য

এক নজরে ঝিনাইদহ জেলার সংক্ষিপ্ত বিবরণ



ঝিনাইদহ জেলার ইতিহাস

ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।

এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কথিত আছে যে, ক্যালসিয়াম উৎপাদনের জন্য '‘নবগঙ্গা’' নদী এবং '‘দহা’' নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ “ঝিনুক”এবং “দাহ”শব্দদ্বয় থেকে নেয়া হয়েছে বলে মনে করা হয়।

ভৌগোলিক সীমানা

ভৌগোলিক বিস্তৃতি ২৩° ১৩' উত্তর অক্ষাংশ থেকে ২৩° ৪৬' উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮° ৪২' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯° ২৩' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। জেলার আয়তন ১৯৬৪.৭৭ বর্গ কিলোমিটার(৭৫৮.৬০ বর্গ মাইল)। ঝিনাইদহ জেলার পূর্ব পার্শ্বে মাগুরা জেলা, উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা, এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা অবস্থিত। ৭টি নদ-নদী প্রবাহিত এ জেলার মধ্য দিয়ে: বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী ও কুমার নদী। এ অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫২.১৯০ সেন্টিমিটার।
  • কৃষি খাস জমির পরিমাণ ৩৮৪৭. ১৩ একর
  • অকৃষি খাষ জমির পরিমাণ ৭৯০৩.৩৭ একর
  • বন্দোবস্ত প্রদানকৃত খাস জমির পরিমাণ ৩৬০৩.৮৩ একর
  • মোট সেন্সাস তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির পরিমাণ ১৪৮৯৫.০৫ একর
  • ইজারাকৃত অর্পিত সম্পত্তির পরিমাণ ২২৪৫.১২ একর
  • আবাসন প্রকল্প-২১টি
  • আশ্রায়ন প্রকল্প-০৪টি।

ঝিনাইদহ জেলার জনসংখ্যা

বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী, ঝিনাইদহ জেলার জনসংখ্যা হল ১৭,৭১,৩০৪ জন। জনসংখ্যার ঘনত্ব হল ৯০১.৫ জন/বর্গ কিমি। পুরুষ হল জনসংখ্যার ৫০.০৪% এবং মহিলা ৪৯.৯৬%। মুসলমানরা জনসংখ্যার ৯০.৩৯%, হিন্দু ৯.৪৮%, খ্রিস্টান ০.০৬% এবং অন্যান্যরা হল ০.০৮%। সাত বছর বা তার উপরের বয়সীদের মধ্যে ঝিনাইদহে সাক্ষরতার হার ৪৮.৪%।

প্রশাসনিক এলাকাসমূহ

এ জেলায় সংসদীয় আসন ৪ টি-

  • ঝিনাইদহ-১
  • ঝিনাইদহ-২
  • ঝিনাইদহ-৩
  • ঝিনাইদহ-৪

৬টি উপজেলা, ৬৭ টি ইউনিয়ন, ৯৪৫ টি মৌজা, ১১৪৪ টি গ্রাম, ৬টি পৌরসভা, ৫৪ টি ওয়ার্ড এবং ১৩৬ টি মহল্লা।

ঝিনাইদহ জেলার উপজেলা গুলোর নাম

  • কালীগঞ্জ উপজেলা
  • কোটচাঁদপুর উপজেলা
  • ঝিনাইদহ সদর উপজেলা
  • শৈলকুপা উপজেলা
  • হরিণাকুন্ডু উপজেলা
  • মহেশপুর উপজেলা

ঝিনাইদহ জেলার ধর্মীয় প্রতিষ্ঠানের লিস্

  • মসজিদ ২৬৮০টি
  • মন্দির৩৬৫টি
  • গীর্জা ১৬টি

যোগাযোগ ব্যবস্থা

ঝিনাইদহের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত
  • জাতীয় মহাসড়ক ০৪টি (দৈর্ঘ-৭৫.৫৬ কিঃমিঃ)
  • আঞ্চলিক মহাসড়ক-০২টি (দৈর্ঘ-৫০.০০ কিঃমিঃ)
  • জেলা সড়ক (খুলনা জোন) ০৪টি (দৈর্ঘ-২৭৬.৬৪ কিঃমিঃ)
  • এডিপি সড়ক ০১টি (দৈর্ঘ-৩.৪৭ কিঃমিঃ)

ঝিনাইদহের অর্থনৈতিক অবস্থা

ঝিনাইদহের অর্থনীতি স্বাধারণত কৃষির উপর নির্ভর্শীল। ৬৬.৫০% বাড়িতে নানা ধরনের ফসল ফলিয়ে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আখ, গম, শাকসবজি,মসলা, ডাল। এছাড়াও ফলমুলের মধ্যে রয়েছে আম, পেয়ারা, কাঁঠাল, কলা, লিচু, নারকেল, খেজুর, তাল ইত্যাদি। এছাড়াও অন্যান্য খাত যেমন প্রবাসী, সরকারী চাকুরীজীবী, গার্মেন্টস কর্মীরাও এখানকার অর্থনীতিতে অনেক অবদান রাখছে।

প্রধান ফসল ও ফলমুল

ধান, পান, পাট, গম, আখ, সরিষা,মরিচ, রসুন, পেয়াজ, বিভিন্ন ধরনের ডাল শাকসবজি হলো এই এলাকার প্রধান ফসল। তাছাড়াও প্রধান ফলমুলের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, কলা, পেয়ারা,লিচু, নারকেল, খেজুর, তাল,ড্রাগন ইত্যাদি। পাট, ধান, রসুন পেয়াজ, পটল, খেজুর গুড়, পান পাতা প্রয়োজন মিটিয়ে রপ্তানি করা হয়।

শিক্ষা-প্রতিষ্ঠানঃ

  • ঝিনাইদহ ক্যাডেট কলেজ
  • ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়
  • ঝিনাইদহ সরকারি কে,সি, কলেজ
  • ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ
  • ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট
  • শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
  • হাসানহাটি বড় ধোপাদি এবাদৎ আলী মাধ্যমিক বিদ্যালয় ,কালিগঞ্জ, ঝিনাইদহ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ
  • মাহতাবউদ্দিন ডিগ্রী কলেজ,কালিগঞ্জ
  • মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ
  • ৪২নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ
  • নলডাঙ্গা ভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তিত্বঃ

  • লতিফুর রহমান - বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা;
  • গোলাম মোস্তফা - কবি;
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান - বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ;
  • লালন শাহ - বাউল সাধক, গায়ক, গীতিকার;
  • মুস্তফা মনোয়ার - চিত্রশিল্পী;
  • পাগলা কানাই - সাধক
  • মনির খান - গায়ক;
  • বাঘা যতীন - বিপ্লবী;
  • জামাল নজরুল ইসলাম- দেশ বরেন্য পৃথিবীর বিখ্যাত গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী
  • ইলা মিত্র - তেভাগা আন্দোলনের অন্যতম নেতা
  • মসিউর রহমান - ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
  • আল-আমিন হোসেন- বোলার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
  • আব্দুর রহমান-ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম মিশরের স্পিকার।

ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থান সমুহের নাম

  • নলডাঙ্গা রাজবাড়ি
  • নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এন্ড পিকনিক স্পট
  • সাতগাছিয়া মসজিদ
  • শৈলকুপা জমিদার বাড়ি
  • বারোবাজার প্রত্নতাত্ত্বিক মসজিদ
  • মল্লিকপুর বটগাছ
  • ধান্য হাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ, ধান্য হাড়িয়া, যাদবপুর, মহেশপুর।

Post a Comment

0 Comments

Ads 4