Auto Ads 1

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নাম

দর্শনীয় স্থান সমুহের নাম

এক নজরে কুষ্টিয়া জেলা

কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। লালনের মাজার ছাড়াও এ জেলার শিলাইদহে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এ জেলাতে রয়েছে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। কুষ্টিয়া শহর হলো এ জেলার প্রশাসনিক সদর এবং প্রধান শহর। এ জেলার মানুষের কথ্য ভাষাকে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা অর্থাৎ বাংলাদেশে বাংলা ভাষার সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে।



কুষ্টিয়া একটি প্রাচীন জনপদ এলাকা। পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার মহকুমা অবস্থিত ছিল। কুষ্টিয়া জেলাতে দেখার মত অনেক দর্শনীয় স্থান রয়েছেঃ
  • মূল দর্শনীয় নিবন্ধসমূহ: রবীন্দ্রনাথের কুঠিবাড়ী, শিলাইদহ ও শিলাইদহ কুঠিবাড়ি , - কুমারখালি উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই কুঠিবাড়ী ।
  • ফকির লালন সাঁইজির মাজার - বাউল ফকির লালন সাঁইজির মাজার কুমারখালি উপজেলার চাঁপড়া এলাকায় অবস্থিত ।
  • পাকশী রেল সেতু - কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু প্রতিদিন সেখানে অসংখ ভীড় হয় ।
  • লালন শাহ সেতুটি  - কুষ্টিয়া জেলার পদ্মা নদীর উপর নির্মিত হয়েছে "লালন শাহ" সেতুটি । বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু এই লালন শাহ সেতু। 
  • ইউনিয়নের ছেউড়িয়া গ্রামে। টেগর লজ - কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত এই দোতলা ভবনটি।পরিমল থিয়েটার - কুষ্টিয়া শহরের স্থায়ী রঙ্গমঞ্চ হিসেবেই সবার কাছে পরিচিত।
  • গোপীনাথ জিউর মন্দির - নলডাঙ্গার মহারাজা প্রমথ ভূষণ দেব রায় কর্তৃক দানকৃত জমির উপর নির্মিত এই মন্দিরটি। 
  • মীর মশাররফ হোসেনের বসতভিটা - কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় বাংলাদেশের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক লেখক মীর মশাররফ হোসেনের বসতভিটা  অবস্থিত। 
নদীঃ
কুষ্টিয়া জেলায় অনেকগুলো নদী রয়েছে। 
  • পদ্মা নদী,
  • মাথাভাঙ্গা নদী,
  • কুমার নদ, 
  • কালীগঙ্গা নদী,
  • গড়াই নদী ও ডাকুয়া খাল নদী,
  • সাগরখালী নদী।

এ জেলার উল্লেখযোগ্য শিল্প গ্রুপ ঃ
  • বি আর বি গ্রুপ
  • নাসির গ্রুপ
  • কে এন বি গ্রুপ
  • রশিদ গ্রুপ
  • উডল্যান্ড গ্রুপ
  • এন বিশ্বাস গ্রুপ
  • বায়েজিদ গ্রুপ
  • হেলথকেয়ার গ্রুপ
  • কুষ্টিয়া গ্রুপ
  • ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
  • জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল
আরও কিছু তথ্য নিচে দেয়া হলোঃ

বাংলাদেশের খ্যাতনামা কবি-সাহিত্যিক ও গুণীজনদের পদধুলায় সিঞ্চিত কুষ্টিয়া অর্জন করেছে সাহিত্যের রাজধানীর খ্যাতি। কুষ্টিয়াকে ঘিরে দেশবাসীর কৌতুহলের শেষ নেই। সাহিত্য পিপাসু এবং ভ্রমণপ্রেমীদের পদভারে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বিনোদন স্পট। রয়েছে ইতিহাসের পাতায় স্থান পাওয়া ২০ টিরও বেশি দর্শনীয় স্থান সমূহ।

প্রধান দুটি দর্শনীয় স্থানে যাতায়াত ব্যবস্থা

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ী কুষ্টিয়া সদর থেকে বিভিন্ন প্রকার যানবাহন যোগে যাতায়াত করা যায়। যেমন: বাস,ট্রেন,মটর বাইক, জিপ গাড়ি,অটো-রিকসা ইত্যাদি।। শিলাইদহে,কুমারখালী,কুষ্টিয়া

বাংলার কবি মীর মোশাররফ হোসেনের বসতভিটা কুষ্টিয়া সদর থেকে বিভিন্ন প্রকার যানবাহন যোগে যাতায়াত করা যায়। যেমন: বাস,ট্রেন,মটর বাইক, জিপ গাড়ি,অটো-রিকসা ইত্যাদি।


কুষ্টিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান


স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কুষ্টিয়ায় অবস্থিত। কুষ্টিয়ায় প্রথম স্থাপিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ।

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ

মেডিক্যাল কলেজঃ ২টি
 
সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালঃ ১টি(নির্মানাধীন) সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে কার্যক্রম চলছে।
 
বেসরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালঃ ১টি (সেলিমা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল){নির্মানাধীন}
 
সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলঃ ১টি

বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ৫টি

  • ১:আলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল।
  • ২:ডাঃ লিজা-ডাঃ রতন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল।
  • ৩:স্পেশালাইজড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল।
  • ৪:লালন শাহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল
  • ৫:পদ্মা গড়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল।




সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটঃ ১ টি
বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটঃ ১০ টি
এর মধ্য অন্যতম দর্পণ পলিটেকনিক ইন্সটিটিউট


সরকারি কলেজঃ: ৯ টি
  • ১/ কুষ্টিয়া সরকারি কলেজ ,কুষ্টিয়া;
  • ২/ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ,কুষ্টিয়া;
  • ৩/ কুষ্টিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ;
  • ৪/ কুষ্টিয়া সরকারি সিটি কলেজ কুষ্টিয়া;
  • ৫/ কুষ্টিয়া সরকারী সেন্ট্রাল কলেজ;
  • ৬/ আমলা সরকারি কলেজ ,কুষ্টিয়া;
  • ৭/ খোকসা কলেজ, কুষ্টিয়া;
  • ৮/ কুমারখালী কলেজ, কুষ্টিয়া;
  • ৯/ ভেড়ামারা সরকারী মহিলা কলেজ,কুষ্টিয়া
 
জেলা স্কুলঃ ১ (কুষ্টিয়া জেলা স্কুল ,কুষ্টিয়া)* কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
  • বেসরকারি কলেজঃ: ৩০ টি 
  • সরকারি উচ্চবিদ্যালয়ঃ ৩ টি
  • বেসরকারি উচ্চবিদ্যালয়ঃ ১৭৩ টি
  • বেসরকারি নিম্ন বিদ্যালয়ঃ ৩৮ টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৩৩০ টি
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ২৭৫ টি
  • কিন্ডারগার্টেনঃ ৩৯০ টি
  • কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রঃ ২ টি
  • আইন কলেজঃ ১ টি
  • মাদ্রাসাঃ ৩৭ টি
  • প্রতিবন্ধীদের বিদ্যালয়ঃ ১ টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রঃ ২ টি

Post a Comment

0 Comments

Ads 4